• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

এএসআইকে হত্যার দায় স্বীকার করে মাদকসেবীর জবানবন্দি


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০২:৫৩ পিএম
এএসআইকে হত্যার দায় স্বীকার করে মাদকসেবীর জবানবন্দি

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলামকে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে আসামি পারভেজ রহমান পলাশ।

শনিবার (২ অক্টোবর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) রংপুরের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন জানিয়েছেন, শুক্রবার রাতে মহানগর পুলিশের হারাগাছ আমলি আদালতের বিচারক আল মাহবুব জবানবন্দি নেওয়ার সময় হত্যার দায় স্বীকার করেন মাদকসেবী পলাশ।

জবানবন্দি গ্রহণ শেষে বিচারক আসামি পলাশকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মাদক মামলায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পিবিআই। কিন্তু আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ সেপ্টেম্বর (রোববার) এএসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরির বাহারকাছনা এলাকায় পলাশকে ১৫১ পিস ইয়াবা, গাঁজাসহ আটক করে। এ সময় এএসআই পিয়ারুলকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন পলাশ। পরদিন সোমবার শনিবার চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হারাগাছ থানার উপপুলিশ পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে দুটি মামলা করেন। এর মধ্যে মাদক মামলার তদন্ত করছে পিবিআই।

Link copied!