• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬
সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

আদালতে ওসি প্রদীপসহ ১৫ আসামি


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ১১:০৩ এএম
আদালতে ওসি প্রদীপসহ ১৫ আসামি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) কক্সবাজার কারাগার থেকে সকাল পৌনে ১০টায় তাদের আদালত চত্বরে হাজির করা হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ হবে। তিন দিনের এই সাক্ষ্যগ্রহণ চলবে আগামী বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত।

জেলা ও দায়রা জজ আদালতে নিহত সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী জানান, সাক্ষ্যগ্রহণের দিন আদালতে উপস্থিত থাকতে ১৫ জন সাক্ষীকে সমন জারি করা হয়েছে।

কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সাক্ষ্যদানের জন্য ৮৩ জন সাক্ষীর মধ্যে প্রথম দফায় ১৫ জনকে উপস্থিত করা হয়েছে।

গত ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্যদানের দিন ধার্য থাকলেও করোনা পরিস্থিতিতে তা পিছিয়ে যায়। পরে গত ১৬ আগস্ট আদালত স্বপ্রণোদিত হয়ে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ওই বছর ৫ আগস্ট টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন কক্সবাজার ।

এ মামলায় আসামিরা হলেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (বর্তমানে বরখাস্ত) পরিদর্শক লিয়াকত আলী, ওসি (বরখাস্ত) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত উপপরিদর্শক (বর্তমানে বরখাস্ত) নন্দ দুলাল রক্ষিত।

Link copied!