ঢাকার কেরানীগঞ্জে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২২ সেপ্টেম্বর) র্যাব-১০, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুর রহমান লিটন (৪৩) ও মো. জাহাঙ্গীর আলম (৩৩)।
মেজর ওবায়েদুর রহমান জানান, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে র্যাব দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করে। এর সময় ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর ওবায়েদুর রহমান।