• ঢাকা
  • শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩০, ২৪ রজব ১৪৪৬

অপরাধকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৪:৩২ পিএম
অপরাধকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

জয়পুরহাটে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী ‘সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ’ মাদক, ইভটিজিং, ধর্ষণ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে গাছের চারা বিতরণ করেছে। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কালাই থানা চত্বরে সংগঠনের সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে এসব চারা বিতরণ করেন। 

এ সময় কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা তুলে দিয়ে মাদক, ইভটিজিং, ধর্ষণ ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করে শপথ বাক্য পাঠ করান। 

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনটির জয়পুরহাট জেলা শাখার সভাপতি রাসেল আহমেদ রিয়াদ, সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ বক্তব্য রাখেন।

গেল ৫ বছরে সংগঠনটি ৪ লাখ গাছের চারা বিতরণ করেছে। আর চলতি বছর সারাদেশে ১ লাখ গাছের চারা উপহার হিসেবে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেছে সংগঠনটি। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!