• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাবেক কোচকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন কামিন্স


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৪:২৩ পিএম
সাবেক কোচকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন কামিন্স

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স গত কাল বুধবার (৯ ফেব্রুয়ারি) বলেছেন যে জাস্টিন ল্যাঙ্গার তার সম্পর্কে খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের যে প্রতিক্রিয়া দেখেছেন তাতে অবাক হওয়া উচিত নয় কারণ এটা গত দুই বছরের মূল্যায়ন ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগপত্র গ্রহণ করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে একটি অফিসিয়াল বার্তায় বলা হয়েছে, "জাস্টিনকে তার বর্তমান চুক্তির সাথে আরেকটু বেশি সময় দলের সাথে থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা দুঃখজনকভাবে তিনি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।"

কোচের পাশে দাঁড়াননি অধিনায়ক কামিন্স - এমন খবরে সমালোচনার তীর তার দিকে ছুটে আসার পরই নিজের অবস্থান পরিস্কার করলেন কামিন্স।

তিনি বলেন, "আমি মনে করি জাস্টিন বেশ কিছু পরিবর্তন এনেছেন। এর জন্য তিনি অনেক কৃতিত্বের দাবিদার। তবে আমার মনে প্রশ্ন, যা করছি এটি টেকসই হবে  কী না। আমরা ভেবেছিলাম পরিবর্তনের এখনই সঠিক সময়।"

তিনি আরও বলেন, "তিনি গত ছয় মাসে তার কোচিংয়ে পরিবর্তন এনেছেন এবং সত্যিই একটি ভালো কাজ করেছেন। কিন্তু দিকনির্দেশনার জন্য সঠিক সময় এখন। যদিও আমি মনে করি না তার (জাস্টিনের) অবাক হওয়া উচিত। এটি দুই বছর মূল্যায়নের ফল। এটা বড় কোনো চমক নয়।"

ল্যাঙ্গারের পদত্যাগের পর অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন কামিন্সকে "নিষ্ঠুর" হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে টেস্ট অধিনায়কের নিজের কোচ আনার একটি এজেন্ডা রয়েছে।

এ ব্যাপারে কামিন্স বলেন, "মিচেল জনসন তার সতীর্থের স্বপক্ষে বলেছেন। তিনি যা বলেছেন তার সাথে আমি একেবারেই একমত নই। তবে তিনি নিজের মতামত দিতেই পারেন।"

খেলা বিভাগের আরো খবর

Link copied!