রানের দিক থেকে নিউজিল্যান্ডই ক্রাইস্টচার্চ টেস্টে চালকের আসনে। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাংলাদেশও নিয়েছে চার উইকেট।
এদিকে নিউজিল্যান্ডের ষষ্ঠ অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন টম লাথাম। ডেভন কনওয়ে ছুঁয়েছেন তার তৃতীয় টেস্ট সেঞ্চুরি।
দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল কনওয়ের প্রথম বলেই সেঞ্চুরির মাধ্যমে। সকালের ষষ্ঠ ওভারে কভার থেকে মেহেদি হাসান মিরাজের সরাসরি আঘাতে কনওয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। কনওয়ে ১৬৬ বলে ১০৯ রান করেন।
এর ফলে দ্বিতীয় উইকেটে ২১৫ রানের সমাপ্তি ঘটায়। রস টেলর ক্রিজে আসেন, সম্ভবত তার টেস্ট ক্যারিয়ারে শেষবারের মতো।
বাংলাদেশ দল তাকে গার্ড অব অনার দেয়। তিনি ফিরে যান ২৮ রানে। লাথামের ইনিংস থামে ২৫২ রানে। ৫২১ রানে ৬ উইকেটে কিউইরা ইনিংসের ইতি টেনে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ১১ রানেই হারাতে হয় চার উইকেট। ওপেনার সাদমান, মোহাম্মদ নাঈম, অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর উইকেট তুলে নেন কিউই বোলাররা।