• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

কী ছিল জাহানারার চিঠিতে?


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০২:১৮ পিএম
কী ছিল জাহানারার চিঠিতে?

শুক্রবার (৭ জানুয়ারি) বিসিবির পক্ষ থেকে ২০২২ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করা হয়। ঘোষিত ১৫ সদস্যের দলে নাম ছিল না জাহানারা আলমের।

বিসিবির পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানান, শৃঙ্খলতাজনিত কারণে দলের অন্যতম এই সেরা তারকাকে বাদ দেওয়া হয়েছে।

কিন্তু জানা গেছে, দল ঘোষণার আগেই বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীকে দলের কোচ-নির্বাচকের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে দীর্ঘ চিঠি দিয়েছেন জাহানারা আলম। এই চিঠিতে তিনি কোচ এ কে এম মাহমুদুল ইমন ও নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে দলের নির্দিষ্ট কোনো ক্রিকেটারের প্রতি বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ এনেছেন। এমনকি গত বছরের এপ্রিলে সিলেটে অনুষ্ঠিত নারী দলের প্রস্তুতি ক্যাম্প থেকে সর্বশেষ জিম্বাবুয়ে সফর পর্যন্ত অনুশীলন এবং ড্রেসিংরুমের অনেক ঘটনা পর্যবেক্ষণ করে বিসিবিকে জানিয়েছেন তিনি।

বিসিবির পক্ষ থেকে জাহানারার অভিযোগগুলো নিয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে জানা গেছে, সিলেটের অনুশীলন ক্যাম্প থেকেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিরোধ চলছে নারী দলের সিনিয়র ক্রিকেটারদের। জাহানারাকে দল থেকে বাদ দেওয়া দলের অন্য সবার প্রতি একপ্রকার সতর্কবার্তা।

এদিকে জাহানারা বাদ পড়ায় দলের নতুন অধিনায়ক হয়েছেন নিগার সুলতানা। ওয়ানডে দলেরও নেতৃত্ব দিচ্ছেন এই কিপার কাম ব্যাটার।

Link copied!