অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং ও কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন দীর্ঘদিন ধরে সতীর্থ ছিলেন। শুধু সতীর্থতে সীমাবদ্ধ ছিল না তাদের সম্পর্ক, তারা দুজন খুব ভালো বন্ধুও ছিলেন। ওয়ার্ন গত শুক্রবার মারা গেছেন। প্রিয় বন্ধু পন্টিং তার বন্ধুকে স্মরণ করেছেন চোখের জলে।
একটি অনুষ্ঠানে পন্টিং ওয়ার্নকে নিয়ে কথা বলেন। কথা বলার একপর্যায়ে তিনি কান্নায় এতটাই ভেঙে পড়েন, কথাও বলতে পারছিলেন না। তাকে কয়েকবার থামতে হয়।
পন্টিং বলেন, “আমি ঘুমিয়ে ছিলাম। কিন্তু যখন ঘুম থেকে উঠি, তখন সবকিছু বদলে গিয়েছে। বিশ্বের অন্যান্য মানুষের মতো আমিও এই খবর শুনে হতবাক হয়েছি। এই খবর হজম করতে আমার কয়েক ঘণ্টা সময় লেগেছে। শেন ওয়ার্ন আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তার চেয়ে ভালো বোলার দেখিনি আমি। সে ক্রিকেটের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন। স্পিন বোলিংকে পুরোপুরি পাল্টে দিয়ে নতুন বিপ্লবের জন্ম দিয়েছিল সে।”
অস্ট্রেলিয়ার কিংবদন্তি ওয়ার্ন গত শুক্রবার থাইল্যান্ডের সামুইতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫২ বছর। তার কোনো শারীরিক জটিলতাও ছিল না। এখনো তার মৃত্যুর কারণ পুরোপুরি পরিষ্কার নয়। এখন পর্যন্ত ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ওয়ার্ন।