মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে আজ শনিবার (৫ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
গত বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় মিরপুরের স্টেডিয়াম মুখরিত হয়ে উঠেছিল বাংলাদেশের বিজয়ে। দর্শকরা হর্ষধ্বনিতে উদযাপন করেছিল টি-টোয়েন্টিতে আট ম্যাচের পরাজয়ের খরা কাটিয়ে টাইগারদের বিজয়। প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানের বিশাল জয় পেয়েছিল মাহমুদউল্লাহর দল।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ পর্বের সবকয়টি পাঁচ হেরে যায় বাংলাদেশ। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতা ছিল।
গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ওয়ানডে ম্যাচ বাংলাদেশের বরাবরই পছন্দের ফরম্যাট। কিন্তু তবুও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভয় ছিল। মূলত ২০১৮ সালে দুই দলের মধ্যে শেষ দ্বিপাক্ষিক সিরিজ ভয়ের সৃষ্টি করেছে।
লিটন দাস বর্তমানে ধারাবাহিক ফর্মে আছেন। নাসুম আহমেদ ভালো বোলিং করছেন। আফিফ হোসেন, শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসানের সহায়ক ভূমিকা বাংলাদেশকে জয় পেতে আত্মবিশ্বাসী করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে লিটন নিজেকে খুঁজে পেয়েছেন। অন্যদিকে, নাসুম গত বছরের আগস্ট থেকে ধারাবাহিক ভালো করছেন। নবাগত মুনিম শাহরিয়ার ভালো করবেন, তেমন প্রত্যাশা দলের। যদিও টপ অর্ডারে মোহাম্মদ নাইমকে নিয়ে কিছুটা শঙ্কা আছে।
নাসুম প্রথম ম্যাচে আফগানিস্তানের টপ-অর্ডার ভেঙে দেন৷ পাওয়ার প্লেতে তুলে নেন ৪উইকেট। ওপেনার হজরতুল্লাহ জাজাই এবং রহমানুল্লাহ গুরবাজের বাংলাদেশের জন্য খুবই বিপদের কারণ হতেন। বাঁহাতি এই স্পিনারের বল বুঝে উঠতেই পারেনি আফগানরা।
চলতি বছরের শুরুতে বিবিএল ও বিপিএলে দারুণ বোলিং করেছেন মুজিব উর রহমান। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তার বোলিং আক্রমণ নিষ্প্রভ। সাদা বলের চার ম্যাচে তিনি ৩১ ওভার বল করে মাত্র একটি উইকেট নিয়েছেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হজরতুল্লাহ জাজাই, রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), দারবিশ রাসুলি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, করিম জান্নাত, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী ও কায়েস আহমেদ।