বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরপরই মাঠে গড়াবে আফগানিস্তান সিরিজ। বাংলাদেশ সফরে এসে আফগানরা খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সফরে আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু আফগানরা কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুদিন আগেই আসতে চাইছে।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুরোধ করে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বাংলাদেশে পৌঁছে চার-পাঁচ দিনের ক্যাম্প করার ইচ্ছা আফগান দলের। বিসিবি তাদের অনুরোধ রেখেছে।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, “আফগানিস্তানের পক্ষ থেকে আমাদের অনুরোধ করা হয়েছে। তারা একটি কন্ডিশনিং ক্যাম্প করতে চাইছে। আমরা তাদের ইতিবাচক উত্তর দিয়েছি। আমরা পরিকল্পনা করেছি কন্ডিশনিং ক্যাম্পটা সিলেটে আয়োজনের। এ কারণে চার-পাঁচ দিন আগে তারা আসবে। আমরা প্রত্যাশা করছি ১২ ফেব্রুয়ারি তারা চলে আসবে।”