• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

অধিনায়কত্ব পেয়েই বল টেম্পারিং বোপারার


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২২, ০৮:৫০ পিএম
অধিনায়কত্ব পেয়েই বল টেম্পারিং বোপারার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট অংশের খেলা শুরু হয়েছে সোমবার (৭ ফেব্রুয়ারি)। দিনের দ্বিতীয় ম্যাচ খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট সানরাইজার্স। এই ম্যাচেই সিলেটের রবি বোপারা বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।

আজই প্রথম ম্যাচে রবির হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয় সিলেট। নতুন দায়িত্ব পেয়ে বিতর্কিত কাজটি করে বসেন এ ইংলিশ অলরাউন্ডার।

টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বোপারা। ইনিংসের নবম ওভারে আক্রমণে আসেন সিলেটের এই নতুন অধিনায়ক। ওভারের চতুর্থ বলটি করার আগেই টেম্পারিংয়ের ঘটনা ঘটান তিনি। দুই হাতের আঙুল দিয়ে বলের চামড়ার ওপর ঘষতে থাকেন তিনি। যা নজর এড়ায়নি আম্পায়ারদের।

সঙ্গে সঙ্গেই কারণ জানতে চাওয়া হয় বোপারার কাছে। তবে তার উত্তরে আশ্বস্ত হতে পারেননি আম্পায়ারদ্বয়। ফলে চতুর্থ আম্পায়ারকে ডেকে বল পরিবর্তন করে দেওয়া হয়। নতুন বলে ওভারের বাকি বলগুলো শেষ করেন তিনি। তবে এখানেই শাস্তি শেষ নয়।

বল টেম্পারিংয়ের দায়ে ৫ রান পেনাল্টি করা হয় সিলেটকে। এই ৫ রান যুক্ত হয় খুলনার ইনিংসের সাথে। ফলে ইনিংসের ৯ ওভার শেষে খুলনার রান ৬২ থেকে বেড়ে ৬৭ রান হয়েছিল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!