• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাঁচা মরার লড়াইয়ে স্কটল্যান্ডকে অল্পতে থামালো জিম্বাবুয়ে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২২, ০৩:৪৩ পিএম
বাঁচা মরার লড়াইয়ে স্কটল্যান্ডকে অল্পতে থামালো জিম্বাবুয়ে

সুপার টুয়েলভে উঠতে জেতার বিকল্প নেই, এমন ম্যাচে ব্যাটিংটা ঠিকঠাক হলো না স্কটল্যান্ডের। জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট  হারিয়ে ১৩২ রানের সংগ্রহ পেয়েছে তারা।

ব্যাট হাতে ফিফটি করেছেন স্কটিশ ওপেনার জর্জ মুনশি। তবে পুরো ইনিংস একটাও ছক্কা মারতে পারেননি স্কটিশ ব্যাটাররা।

শুক্রবার (২১ অক্টোবর) হোবার্টে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় স্কটল্যান্ড। ইনিংসের প্রথম ওভারে মাইকেল জোনসের উইকেট তুলে নেন জিম্বাবুইয়ান বোলার টেন্ডায় চাতারা।

তিন নম্বরে নেমে দ্রুত বিদায় নেন স্কটিশ উইকেটরক্ষক ব্যাটার ম্যাথিউ ক্রস। দ্রুত দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড।

এরপর চার নম্বরে নামা অধিনায়ক রিচি বেনিংটনকে নিয়ে শুরুর চাপ সামাল দেন আরেক ওপেনার জর্জ মুনশি। অন্য প্রান্তে রিচি অস্ত্বস্তি বোধ করলেও আরেক প্রান্তে সাবলিলভাবেই রানের চাকা এগিয়ে নিয়েছেন মুনশি।

দলীয় ৬৪ রানে ব্যক্তিগত ১৩ রানে রিচি বিদায় নিলে ভাঙে তাদের ৪০ রানের জুটি। এরপর পাঁচ নম্বরে নামা কালাম ম্যাকলিওডকে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা করেন মুনশি।

৩৮ রানের ব্যবধানে এবার মুনশি নিজেই ফিরে যান। ব্যক্তিগত সাত চারে ৫১ বলে ৫৪ রানে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান জিম্বাবুইয়ান পেসার এনগ্রাভা।

এরপর দলীয় ১১৯ রানে জিম্বাবুইয়ান পেসার ব্লেসিং মুজারাবনি বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাইকেল লিস্ক।

শেষদিকে ম্যাকলেডের লড়াকু ২৫ বলে ২৫ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ১৩২ রানে থেমেছে স্কটিশদের ব্যাটিং ইনিংস। চার ওভারে ১৪ রানে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার টেন্ডাই চাতারা।

Link copied!