• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

দুই বছর নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় ইয়ানিক সিনার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০২:০০ পিএম
দুই বছর নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় ইয়ানিক সিনার
বান্ধবীর সঙ্গে ইয়ানিক সিনার। ছবি : সংগৃহীত

বছরের প্রথম গ্রান্ড স্লাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পরও শাস্তির ছায়া থেকে বেরিয়ে আসতে পারেননি ইয়ানিক সিনার। রোববার ফাইনালে সরাসরি ৬-৩, ৭-৬ (৪), ৬-৩ সেটে সিনার হারান জার্মানির আলেকজান্ডার জ়েরেভকে। এই নিয়ে নিজের তৃতীয় গ্রান্ড স্লাম খেতাব জিতলেন সিনার।

কিন্তু তারপরও কি চিন্তা দূর হবে ইতালির এই তারকার? এপ্রিলের ১৬-১৭ তারিখ কোর্ট অব আরবিট্রেশনে (ক্যাস) সিনারের ডোপ মামলার শুনানি হবে। সেই রায় যদি এই তার বিরুদ্ধে যায়, তা হলে দুই বছর নির্বাসিত হতে পারেন সিনার।

কোর্টের বাইরেও সিনারকে কম লড়াই করতে হচ্ছে না। গত বছরে তার ডোপিংয়ে জড়ানোর কথা সামনে আসার পরে টেনিস বিশ্বে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। টেনিসের দুর্নীতি দমন শাখা জানিয়েছিল, দুই বার ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন সিনার। তবে সিনারকে বড়সড় কোনও শাস্তি দেওয়া হয়নি। কারণ তিনি জানিয়েছিলেন, ভুল করে এই ঘটনা ঘটেছিল। এই নিয়ে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (ক্যাস) আবেদন করেছে ওয়াডা। যার শুনানি এপ্রিলে।

তার বিরুদ্ধে চলা এই মামলা নিয়ে সিনার বলেছেন, ‘এই ধরনের ব্যাপার মাথা থেকে সরিয়ে দেওয়াটা সহজ নয়। আমার ভাগ্য ভাল, পাশে অনেককে পেয়েছি। আমার টিম ভরসা রেখেছিল। ওদের সঙ্গে আমি খোলা মনে কথা বলতে পারি।’

বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় আরও বলেছেন, ‘আমার টিমের একটা অংশ দেশে আছে। আমার পরিবার। একই সঙ্গে ড্যারেন ক্যাহিলকে বলতে চাই, সম্ভবত এটাই কোচ হিসেবে আপনার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। দারুণ লাগছে এই ট্রফি জয়ের আনন্দ আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে।’

Link copied!