• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
বিশ্বকাপ বাছাই পর্বে

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে পরিসংখ্যানে এগিয়ে কারা?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৩, ০২:৩২ পিএম
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে পরিসংখ্যানে এগিয়ে কারা?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বে মালদ্বীপকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয় বাংলাদেশ ফুটবল দল। এবার সেই দ্বিতীয় রাউন্ডে জামাল ভূঁইয়াদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩ টায় অস্ট্রেলিয়া আতিথ্য দিবে বাংলাদেশকে। এই ম্যাচে সব দিক থেকেই ডের এগিয়ে সকারুরা।

২০০৬ সালের আসর থেকে বিশ্বকাপের মূলপর্বে নিয়মিত খেলছে অস্ট্রেলিয়া। সবশেষ কাতার বিশ্বকাপেও শেষ ষোলোতে খেলেছে অজিরা। সেবার ষোলোতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। অন্যদিকে বিশ্বকাপে খেলা তো দূরের কথা, বাছাই পর্বেই বলার মতো পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ।

এশিয়ান ফুটবলে দিন দিন আধিপত্য বিস্তার করছে অস্ট্রেলিয়া। অন্যদিকে এশিয়া তো দূরের কথা দক্ষিণ এশিয়ার ফুটবলেই আধিপত্য দেখাতে পারেনি বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধানটা যোজন যোজন। বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ২৭ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। আর জামালরা অবস্থান করছে ১৮৩ নম্বরে।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবার মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে জামালদের জয় শূন্য। ২০১৫ সালে বিশ্বকাপের বাছাই পর্বে দুই লেগে সকারুদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম লেগে ৫-০ গোলে হারে বাংলাদেশ। ফিরতি লেগে ঘরের মাঠে লাল সবুজের প্রতিনিধিরা ৪-০ গোলে হারে। যা ২০১৫ সালে দুই লেগ মিলিয়ে বাংলাদেশ ৯ গোল হজম করে।

তবে ২০১৫ সালের দলের তুলনায় এবার বেশ পরিণত হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। আর সেটা কাজে লাগিয়ে ইতিবাচক ফুটবল খেলার প্রত্যাশার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ ক্যাবরেরা।  

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, “আমরা চার-পাঁচদিন ধরে এখানে আছি। তিনটি সেশন করেছি এ পর্যন্ত। এখন পর্যন্ত দলের সবকিছু ইতিবাচক আছে। এখানকার আবহাওয়াটাও আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এশিয়ার অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে এখানে এসেছি। আমি আশাবাদী এবং ইতিবাচক। আশা করছি, এখান থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরতে পারব, যা আমাদের পরবর্তী প্রতিপক্ষ লেবাননের বিপক্ষে কাজে লাগবে।”

Link copied!