• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

রাডুকানুকে বিদায় করলেন চীনের ওয়াং


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৮:৩৩ পিএম
রাডুকানুকে বিদায় করলেন চীনের ওয়াং
রাডুকানু ব্যাকহ্যান্ড শট নিচ্ছেন। ছবি: সংগৃহীত

ব্রিটিশ নারী টেনিস তারকা এমা রাডুকানু বিদায় নিয়েছেন বছরের প্রথম গ্রান্ড ¯øাম টেনিস আসর অস্ট্রেলিয়ান ওপেন থেকে। বৃহস্পতিবার রাডুকানুকে ৬-৪, ৪-৬ ও ৬-৪ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন বিশ্বের ৯৪ নম্বর খেলোয়াড় চীনের ওয়াং ইয়াফান। 

২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ২১ বছর বয়সী রাডুকানু দীর্ঘ ৯ মাস পর ইনজুরি থেকে ফিরে তার চতুর্থ ম্যাচ খেললেন। তিনি  হাতের কব্জি ও পায়ের গোড়ালির ইনজুরিতে ছিলেন। 

এই ম্যাচের তৃতীয় সেট চলাকালে রাডুকানু অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসকের সাহায্য নিতে হয়। তার  ব্লাড পেসার চেক করেন চিকিৎসক।  

রাডুকানুর বিদায়ের দিন ব্রিটিশ নাম্বার ওয়ান নারী খেলোয়াড় কেটি বোলটারও হেরে যান। তিনিও পরাজিত হন চীনের আরেক খেলোয়াড়ের কাছে। দ্বাদশ বাছাই ঝেং কুইনওয়েনম হারিয়ে দেন বোলটারকে। 

রাডুকানু ও বোলটারের পরাজয়ের ফলে নারী এককে আর কোনো ব্রিটিশ খেলোয়াড় রইলেন না।

 

Link copied!