• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

লর্ডসে রেকর্ডের অপেক্ষায় রেহান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৪, ২০২৩, ০৪:০২ পিএম
লর্ডসে রেকর্ডের অপেক্ষায় রেহান

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে গত বছর। অভিষেক টেস্টে এক ইনিংসে ৫ উইকেটেও নিয়েছিলেন তিনি। এবার অ্যাশেজের দ্বিতীয় টেস্টে রেকর্ডের অপেক্ষায় রেহান খান।

চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে অনিশ্চয়তায় মঈন আলী। এই অলরাউন্ডাররের বিকল্প হিসেবে ইংল্যান্ড দলে নেওয়া হয়েছে রেহানকে।

২৮ জুন লর্ডস টেস্ট শুরু হবে। এই টেস্টে রেহান যদি একাদশে খেলার সুযোগ পান তবে অ্যাশেজে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়বেন। লর্ডস টেস্টের প্রথম দিনে রেহানের বয়স হবে ১৮ বছর ৩১৯ দিন। এর আগে অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড ছিল ব্রায়ান ক্লোজের। ওই টেস্ট তার বয়স ছিল ১৯ বছর ৩০১ দিন। ১৯৫০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি।

গত বছর ডিসেম্বরে পাকিস্তানে করাচিতে ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল রেহানের। ওই টেস্ট দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ৫ উইকেটের পাশাপাশি মোট ৭ উইকেট নিয়েছিলেন এই লেগি।

Link copied!