• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

বিশ্বকাপ উপলক্ষে আরব আমিরাতে বেড়েছে টিভি বিক্রি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২, ১১:১৪ পিএম
বিশ্বকাপ উপলক্ষে আরব আমিরাতে বেড়েছে টিভি বিক্রি

ফুটবল বিশ্বকাপের ২২তম আসর বসবে কাতারে। পুরো বিশ্বের মতো মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতেও লেগেছে উৎসবের ছোঁয়া। ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে আরর আমিরাতে টিভি বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ।

দুবাইভিত্তিক পত্রিকাগুলো জানাচ্ছে, পরিবারের সবাই একসাথে বসে বিশ্বকাপ দেখার তোড়জোড় বেড়েছে আরব আমিরাতে। এরই প্রস্তুতি হিসেবে ঘরের পুরাতন টিভি বদলে নতুন টিভি কেনার দিকে ঝুঁকছেন তারা।

কাতারে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আরব আমিরাত জুড়ে বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ফুটবল জোন। সেইসব জায়গায় বড় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে। এরপরেও পরিবারের সাথে খেলার দেখতে নতুন টিভির দিকে ঝুঁকছেন আরব আমিরাতের বাসিন্দারা।

কাতারের স্থানীয় টেলিভিশন ব্রান্ডগুলো জানিয়েছে, টিভি পর্দায় কাতারের প্রায় পাঁচ বিলিয়ন মানুষ একসাথে খেলা দেখবে। রাশিয়া বিশ্বকাপের চেয়ে প্রায় ৪৩ শতাংশ বেশি দর্শক খেলা দেখবে।

স্থানীয় এক টেলিভিশন ব্রান্ডের অংশীদার সন্দীপ গানিদিওয়ালা বলছেন, কোভিডের কারণে সমর্থকেরা খেলা দেখার অনেকগুলো ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত হয়ে গেছেন। ফুটবল-ভক্তদের মধ্যে নতুন অভ্যাস তৈরি হয়েছে। তাঁরা শুধু মাঠে ৯০ মিনিট খেলা নয়, খেলার পেছনের কাহিনিও জানতে চান।

Link copied!