• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

আর্জেন্টিনা ম্যাচের টিকিট শেষ ১০ মিনিটে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৬, ২০২৩, ১০:৫১ এএম
আর্জেন্টিনা ম্যাচের টিকিট শেষ ১০ মিনিটে

বেইজিংয়ে আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সময় ঘনিয়ে এসেছে। সেই ম্যাচ উপলক্ষ্যে টিকিট ছাড়া হয়েছে। তবে অবাক করা বিষয়, টিকিট ছাড়ার ১০ মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে।

আর্জেন্টিনা জাতীয় দল ১৫ জুন বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে এবং এই ম্যাচের আর কোনো টিকিট বাকি নেই।

এশিয়ার দুটি প্রীতি ম্যাচের মধ্যে এটি আর্জেন্টিনার প্রথম, দ্বিতীয়টি ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৯ জুন জাকার্তায়। বিশ্বকাপ বিজয়ীরা বিক্রি হয়ে যাওয়া স্টেডিয়ামে খেলবে।

আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি দুটি ম্যাচের জন্য নিম্নলিখিত খেলোয়াড়দের ডাক দিয়েছেন।

গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরনিমো রুলি (আজাক্স), ওয়াল্টার বেনিটেজ (পিএসভি)।

ডিফেন্ডার
নাহুয়েল মলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), জার্মান পেজেলা (রিয়াল বেটিস), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার ), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই ), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ফ্যাকুন্ডো মেডিনা (আরসি লেন্স ), নিকোলাস তাগলিয়াফিকো (লায়ন) ও মার্কোস আকুনা (সেভিয়া)।

মিডফিল্ডার
লিয়েন্দ্রো পেরেদেস (জুভেন্টাস), এনজো ফার্নান্দেজ (চেলসি), গুইডো রদ্রিগেজ (রিয়াল বেটিস), রদ্রিগো ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), এক্সিকিয়েল প্যালাসিওস, (বেয়ার লেভারকুসেন) অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), থিয়াগো আলমাদা (অ্যাটলান্টা ইউনাইটেড), জিওভানি লো সেলসো (ভিয়ারিয়াল) ও ফাকুন্ডা বুওনানোট (ব্রাইটন)।

ফরোয়ার্ড
লুকাস ওকাম্পোস (সেভিয়া), অ্যাঞ্জেল ডি মারিয়া (জুভেন্টাস), লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), জিওভানি সিমিওনে (নাপোলি), আলেজান্দ্রো গার্নাচো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা)।

Link copied!