• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

এবার এলপিএল থেকে ডাক পেয়েছেন তাসকিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩, ০২:৪৪ পিএম
এবার এলপিএল থেকে ডাক পেয়েছেন তাসকিন
ফাইল ছবি

বল হাতে দারুণ ছন্দে রয়েছেন তাসকিন আহমেদ। দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়ছেন  ফ্র্যাঞ্চাইজি দল গুলোর মালিক পক্ষের। ইতিমধ্যে জিম্বাবুয়ের লিগ জিম-আফ্রো টি-টেনে নাম লেখানোর পর এবার শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগেও ডাক পেয়েছেন জাতীয় দলের এই পেসার।

জাতীয় দলের ব্যস্ততার কারণে গত বছর ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল ও এবারের মৌসুমে পাকিস্তান সুপার লিগেও খেলতে যাননি তাসকিন।  একই কারণে খেলেননি ইংলিশ কাউন্টিও। তবে জাতীয় দলের কোনো সিরিজ না থাকায় প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে জিম্বাবুয়ে গেলেন তাসকিন। 

তাসকিন জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টেও বল হাতে করছেন বাজিমাত। বুলাওয়ে ব্রেভসের হয়ে মাঠ মাতানো তাসকিন ৩ ম্যাচে বল করে ৫ উইকেট শিকার করেছেন। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন এই পেসার।

উড়তে থাকা তাসকিন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পেলো এবার। শ্রীলঙ্কার ঘরোয়া প্রতিযোগিতা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। বিষয়টি সোমবার (২৪ জুলাই) তাসকিন নিজেই নিশ্চিত করেছেন। 

এবারের এলপিএল আগামী ৩০ জুলাই শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। এ সময় বাংলাদেশ দলের কোনো খেলা নেই। তবে জাতীয় দলের বিশেষ ক্যাম্প চলবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। অবশ্য তাসকিনের লঙ্কান লিগে খেলার ভাগ্য ঝুলে রয়েছে বিসিবির  সিদ্ধান্তের উপর।

Link copied!