• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

দ্রুতই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পাচ্ছে সাফজয়ী মেয়েরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০৮:৩৯ পিএম
দ্রুতই প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পাচ্ছে সাফজয়ী মেয়েরা

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী। কবে সংবর্ধনা দিবেন তা এখনো নিশ্চিত নয়। সংবর্ধনা দিবে এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাফ নারী ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এরপরেই মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সাফজয়ী মেয়েদের সংবর্ধনা দিবেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর তিনি বলেছেন, আমাদের মেয়েরা অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। আমি তাদের শিগগির সংবর্ধনা দেবো।’ এ সময় অন্য মন্ত্রীরাও মেয়েদের খেলার প্রশংসা করেছেন।”

নারী ফুটবলে এই সাফল্যের মূল কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা মেয়েদের জন্য বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজন শুরু করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেখান থেকেই গড়ে উঠেছিল বাংলাদেশের এই নারী ফুটবল দল।

Link copied!