• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুপার টুয়েলভে সবার ওপরে তাসকিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০১:০১ পিএম
সুপার টুয়েলভে সবার ওপরে তাসকিন

কয়েকদিন আগেই অধিনায়ক সাকিব বলেছেন, মাশরাফি বিন মর্তুজার পর এখন বাংলাদেশের বোলিং আক্রমণে নেত্বতৃ দিচ্ছেন তাসকিন আহমেদ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপকেই যেন অধিনায়কের কথাকে সত্য প্রমাণ করার মিশনে নেমেছেন এই ডানহাতি পেসার। প্রতি ম্যাচেই হয়ে উঠছেন অধিনায়কের ভরসার প্রতীক। 

চলতি  বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে এখন পর্যন্ত আট উইকেট নিয়ে সবার উপরে উঠে গেছেন তাসকিন। শীর্ষে উঠতে গিয়ে তাসকিন পেছনে ফেলেছেন ইংলিশ পেসার স্যাম কারেন ও কিউই পেসার ট্রেন্ট বোল্টকে।

রোববার (৩০ অক্টোবর) চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুইয়েলভের বাঁচা-মরার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ব্যাটারাদের ব্যর্থতায় এ  ম্যাচেও বড় সংগ্রহ গড়তে পারেনি জিম্বাবুয়ে।

তবে ব্যাটারদের ব্যর্থতার দিনেই যেন বেশি করে জ্বলে ওঠার উপলক্ষ্য পান তাসকিন। আজও ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে দলকে দুর্দান্ত শুরু এনে দেন তিনি। চলতি বিশ্বকাপে এই নিয়ে টানা তিন ম্যাচে প্রথম ওভারে উইকেট নিলেন এই ডানহাতি পেসার।

এখানে শেষ নয়, ইনিংসের তৃতীয় ওভারে নিজের করা দ্বিতীয় ওভারেও উইকেট তুলেছেন তিনি। তার বোলিংয়ে উড়ন্ত শুরু পেয়েছে টাইগাররা।

৩৫ রানে চার উইকেট হারালেও এরপর রেজিস চাকাভাকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন শেন উইলিয়ামস। তাদের জুটিতে ম্যাচেও ফিরছিল জিম্বাবুয়ে। সে সময়ে আবারও তাসকিনের শরণাপন্ন হন অধিনায়ক সাকিব।

ইনিংসের ১২তম ওভারে  বল হাতে নিয়ে আবারও দলকে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তাসকিন। জিম্বাবুইয়ান উইকেটরক্ষক ব্যাটার চাকাভাকে ফিরিয়েই চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে উঠেছেন তাসকিন।

অন্যদিকে সব মিলিয়ে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেট শিকারীদের তালিকায় ১০ উইকেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই তালিকায় চার নম্বরে রয়েছেন তাসকিন।

Link copied!