• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে হৃদয়, বাদ সোহান-বিজয়-ইয়াসির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৯:২৩ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলে হৃদয়, বাদ সোহান-বিজয়-ইয়াসির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দেশীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি নজড় কেড়েছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার তৌহিদ হৃদয়। পারফর্মেন্সের নগদ পুরস্কারও পেয়ে গিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন হৃদয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদ্যসের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো হৃদয় জায়গা পেলেও বাদ পড়েছেন  ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

এরা সবাই গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন। ইংলিশদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। চোটের কারণে ভারতের বিপক্ষে ছিলেন না তিনি।

১ মার্চ ও ২ মার্চ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ মাঠে গড়াবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

Link copied!