স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান। মঙ্গলবারই (৪ মার্চ) খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে, যেখানে ভারতের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলে দলকে টানলেও হার এড়াতে পারেননি ৩৫ বছর বয়সী এই ব্যাটার। এই ম্যাচ শেষেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
স্মিথ ১৭০টি ওয়ানডে ম্যাচ খেলে ৪৩ দশমিক ২৮ গড়ে ৫ হাজার ৮০০ রান করেছেন। স্ট্রাইক রেট ৮৬ দশমিক ৯৬, সেঞ্চুরি ১২টি ও হাফসেঞ্চুরি ৩৫টি। অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের তালিকায় তিনি রয়েছেন ১২তম স্থানে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ১৬৪ তার ক্যারিয়ার-সেরা ইনিংস। লেগ স্পিনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া স্মিথ ২৮টি উইকেটও নিয়েছেন এবং নিয়েছেন ৯০টি ক্যাচ।
এদিকে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন স্মিথ। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেন, “এটি দারুণ এক যাত্রা ছিল এবং আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। দুইটি বিশ্বকাপ জয় আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলার অভিজ্ঞতাও ছিল দারুণ।”
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য জায়গা ছেড়ে দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ। তিনি বলেন, “এখন তরুণদের প্রস্তুত হওয়ার সময়, তাই মনে হলো এটাই সঠিক সময় বিদায় বলার।”
ওয়ানডে থেকে বিদায় নিলেও টেস্ট ক্রিকেটে নিজের লক্ষ্য ঠিক রেখেছেন স্মিথ। তিনি বলেন, “টেস্ট ক্রিকেট আমার জন্য এখনো অগ্রাধিকার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, উইন্ডিজ সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য আমি মুখিয়ে আছি। টেস্ট ফরম্যাটে আমি এখনও অনেক কিছু দিতে পারি বলে বিশ্বাস করি।”