বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম ম্যাচে চট্টগ্রামে মাঠে নেমেছিল ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচে কুমিল্লাকে ১২ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বরিশাল।
ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছে বরিশাল।
ইনিংসের শুরুতে ওপেনিংয়ে নামেন মেহেদি হাসান মিরাজ ও এনামুল হক বিজয়। তবে এই জুটি বিচ্ছিন্ন হয় দলীয় ২৬ রানে। মিরাজ ব্যক্তিগত ৬ রানে আউট হন। দ্বিতীয় উইকেট জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৫০ রানে ভাঙে দ্বিতীয় জুটিও। চতুরঙ্গা ডি সিলভা প্যাভিলিয়নে ফেরত যান ২১ রানে।
দলের ৭২ রানে বিজয় উইকেট বিলিয়ে দেন খুশদীল শাহের কাছে। তিনি ফেরত যান ২০ রানে।
অধিনায়ক সাকিব আল হাসান ও ইব্রাহিম জাদরান দলীয় রান ১২২ পার করান। ইব্রাহিম আউট হন তানভীর ইসলামের বলে, এলবিডব্লিউ`র ফাঁদে পড়ে। এরপর সাকিব জুটি বাধেন ইফতিখার আহমেদের সঙ্গে। ১৬০ রানে ব্যক্তিগত ৫ রানে আউট হন ইফতিখার।
পরের বলে একই রানে ফেরেন মাহমুদুল্লাহ রিয়াদও। তবে সাকিব দুর্দান্ত ইনিংস উপহার দেন। এই আসরে দ্বিতীয় ফিফটি তুলে নেন তিনি। ৪৫ বলে ৮১* রানে অপরাজিত থাকেন তিনি।
বরিশালের ইনিংস থামে ৬ উইকেটে ১৭৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে কুমিল্লা। প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৪২ রানে। মোহাম্মদ রিজওয়ান ১৮ রানে আউট হন। দলীয় ৫৭ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে তাদের। লিটন দাস ৩২ রানে রান আউট হন। তার উইকেট পতনে কিছুটা চাপে পড়ে কুমিল্লা।
তবে তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটন জুটি গড়েন। কিন্তু ইমরুল দলীয় ৮২ রানে আউট হন ব্যক্তিগত ২৮ রানে।
দলীয় ৯৯ রানে চ্যাডউইক ১৪ রানে প্যাভিলিয়নে ফেরত যান। খুশদীল শাহের অপরাজিত ৪৩* ও মোসাদ্দেক হোসেনের ২৭ রানে ভর করে কুমিল্লাকে থামতে হয় ৭ উইকেটে ১৬৫ রানে।
বরিশাল জয় পায় ১২ রানে। এটা বরিশালের টানা তৃতীয় জয়। অন্যদিকে, কুমিল্লা টানা তিন ম্যাচ হেরেছে।