• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন করলেন সাকিব-তামিমরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৫:১৬ পিএম
বঙ্গবন্ধুর জন্মদিন উদ্‌যাপন করলেন সাকিব-তামিমরা

বাংলাদেশ ক্রিকেট বর্তমানে ব্যস্ত শিডিউল পার করছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হতে না হতেই আবার আয়ারল্যান্ডের বিপক্ষে দীর্ঘ তিন সংস্করণের সিরিজ। দম ফেলার সময় নেই টাইগার শিবিরে। ঢাকার পাঠ চুকিয়ে এবার সিলেটে পুরো টিম।

১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। সেই ম্যাচকে সামনে রেখে সিলেট স্টেডিয়ামে অনুশীলনে টাইগাররা। অনুশীলনের ফাঁকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কেটেছে পুরো দল।

আজ ১৭ মার্চ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন। দেশের সর্বস্তরের মানুষ ভাব-গাম্ভীর্যের মাধ্যমে দিনটি উদযাপন করছে। ক্রিকেটাররাই বা বাদ থাকবেন কেন! অনুশীলনের এক ফাঁকে কেক কেটে দিনটি উদযাপন করেছে বাংলাদেশ দল। ক্রিকেটাররা বাদেও স্টাফরাও উপস্থিত ছিলেন সেখানে।

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান, টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান, উইকেটরক্ষক মুশফিকুর রহিমের মতো সিনিয়র তারকারা থাকলেও কেক কাটেন দলের সবচেয়ে তরুণ সদস্য তৌহিদ হৃদয়। কেক কাটার পর বাকি সবাইকে খাইয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদের বদলে দলে জায়গা পাওয়া এই প্রতিভাবান তরুণ।

Link copied!