দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচে নেই দেশের সেরা অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। হাতের চোটের কারণে আপাতত মাঠের বাইরে আছেন তিনি। চোটাক্রান্ত এই তারকা ছুটি কাটিয়ে নীরবেই ফিরেছেন দেশে।
সাকিবের স্ত্রী উম্মে আল হাসান আজ মঙ্গলবার (৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে "কোয়ালিটি টাইম, ফ্যামিলি টাইম" ক্যাপশনে তাদের পারিবারিক ছবি আপ্লোড করেন। সেখানে বাচ্চাদের সাথে হাসিমুখে দেখা যায় দেশের সেরা তারকাকে।
তাই অনেকেই ধরে নিয়েছিল সাকিব যুক্তরাষ্ট্রে তার পরিবারের সাথেই আছে এখনো। অবশ্য পরে জানা যায়, গত কাল সোমবারই দেশে ফিরেছেন সাকিব। তার স্ত্রীর প্রকাশ করা ছবিগুলো পুরনো। কাউকে না জানিয়ে দেশে আসার কারণে অনেকেই সাকিবের আগমনের ব্যাপারে অবগত নয়।
এদিকে, ১৪ জুন থেকে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা খেলবে একমাত্র টেস্ট। সাকিব চোটে থাকায় টেস্ট দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।