• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৪ মুহররম ১৪৪৬

সাকিব কি ফিরছেন, যে ইঙ্গিত দিলেন নতুন বিসিবি সভাপতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৫, ০৩:১২ পিএম
সাকিব কি ফিরছেন, যে ইঙ্গিত দিলেন নতুন বিসিবি সভাপতি
সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

নানা নাটকীয়তার পর শুক্রবার বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার ১৬তম সভাপতি হিসেবে ওই দিন বিকেলে দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম সংবাদ সম্মেলন করেন এই সাবেক ক্রিকেটার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনা ও আশাবাদের কথা জানান বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক এই অধিনায়ক। সেখানে সাকিব আল হাসান প্রসঙ্গও আসে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফিরতে পারেননি দলটির সাবেক সংসদ সদস্য সাকিব। অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে চাইলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে দেশে আসতে নিরুৎসাহিত করেন। তাই ফারুক আহমেদের বোর্ড চাইলেও অক্টোবরে ভারত সফরে টেস্ট সিরিজের পর সাকিবকে আর বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি।

কিন্তু নতুন বোর্ড সভাপতি আমিনুল কি সাকিবকে দেশে ফেরাতে সরকারকে রাজি করাতে পারবেন? এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার কি আবারও বাংলাদেশের জার্সিতে খেলতে পারবেন? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন, ‘উপদেষ্টার চাওয়া-না চাওয়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। উপদেষ্টা তো আর (বিসিবির) নির্বাচক না। এটা আমাদের নির্বাচক কমিটি দেখবে। দল নির্বাচনের ক্ষেত্রে আমাদের একটা প্রক্রিয়া বা পদ্ধতি আছে। নির্বাচকেরা সেটা অনুসরণ করবেন এবং তাদের সিদ্ধান্তকে আমরা সম্মান জানাব।’

সাকিব বড় মাপের তারকা হলেও জাতীয় দলে ফিরতে হলে ফিট থাকতে হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন আমিনুল, ‘সাকিব অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে।’

Link copied!