• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

দেশের মাটিতে দুয়োধ্বনি শুনতে হলো সাকিবকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ০৩:১০ পিএম
দেশের মাটিতে দুয়োধ্বনি শুনতে হলো সাকিবকে
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স যাচ্ছেতাই হচ্ছে। এর মধ্যে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বাংলাদেশ দল যখন মুম্বাই থেকে কলকাতার পথে রওনা দেন, তখন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান প্লেন ধরেন বাংলাদেশের। বাংলাদেশে এসে নেমে পড়েছেন অনুশীলনে। যেখানে তার কোচ নাজমুল আবেদীন ফাহিম। যার অধীনে আজ (বৃহস্পতিবার) অনুশীলনও করেছেন মিরপুরে। সেই অনূশীলন শেষে ফেরার পথে টাইগার কাপ্তানকে শুনতে হয়েছে দুয়োধ্বনি।

দেশের মাটিতে এমন কিছু হবে সেটা হয়তো সাকিব নিজেও ভাবেননি। এর আগে, বহুবার নানা কারণে বিতর্কে জড়ানো সাকিব কখনও দর্শকদের রোষানলে পড়েন নি। এবারই প্রথম তার সঙ্গে এমনটা হয়েছে। প্রায় তিন ঘণ্টার অনুশীলন শেষে বেরিয়ে যাওয়ার পথে মিরপুরে উপস্থিত গুটিকয়েক সমর্থকের ‍`ভুয়া ভুয়া‍‍` দুয়োধ্বনি শুনতে হয় তাকে।

গতকালই (বুধবার) একদফা অনুশীলন শেষ করেছিলেন সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার আবার এসেছিলেন গুরু ফাহিমের কাছ থেকে ব্যাটিং ঝালিয়ে নিতে। সকাল ৯টা ৭ মিনিটে মিরপুর শেরে-ই বাংলার ইনডোর স্টেডিয়ামে এসেছিলেন সাকিব। এরপর সেখানে ৩ ঘণ্টার বেশি সময় ধরে অনুশীলন শেষে  দুপুর ১২টা ৪২ মিনিটে ত্যাগ করেছেন মিরপুর।

এ সময় সাকিবের সঙ্গে ছিলেন তার কোচ নাজমুল আবেদিন ফাহিম। তারা কেউই গণমাধ্যমের সামনে আসেননি। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!