• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

রোনালদোবিহীন আল নাসরের জয়ের নায়ক সাদিও মানে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ০১:২৪ পিএম
রোনালদোবিহীন আল নাসরের জয়ের নায়ক সাদিও মানে
আল নাসরের হয়ে জোড়া গোল করেন সাদিও মানে। ছবি : সংগৃহীত

বাজে আচরণের জন্য নিষেধাজ্ঞার কারণে দলের সেরা তারকা পর্তুগালের বিশ্বনন্দিত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন না। কিন্তু সাদিও মানে সেই অভাব বুঝতে দিলেন না আল নাসরকে। ঘটনাবহুল ম্যাচে পেনাল্টি মিস করলেন, জোড়া গোলও করলেন।

সৌদি আরবের প্রো লিগে সাদিও মানের নৈপুণ্যে শুক্রবার রাতে আল ফেইহাকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। টেবিল টপার আল হিলাল থেকে এখন ৯ পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে থাকা দলটি।

আল আওয়াল স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটেই পিছিয়ে পড়েছিল আল নাসর। জাম্বিয়ান ফরোয়ার্ড ফ্যাশন সাকালা এগিয়ে দেন আল ফেইহাকে। ৭১ মিনিট পর্যন্ত সে লিড ধরে রেখেছিল তারা। ৪০ মিনিটের মাথায় পেনাল্টি থেকেও গোল করতে পারেননি মানে।

তবে এই সাদিও মানেই আল নাসরের ১১ মিনিটের ঝড়ে বনে গেছেন জয়ের নায়ক। ৭২ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে আলামরির হেডে সমতা ফেরায় আল নাসর। এরপরই খেই হারিয়ে ফেলে আল ফেইহা।

৭৬ মিনিটে বাতাসে ভাসানো শটে আল নাসরের দ্বিতীয় গোলটি করেন মানে। ৮২ মিনিটে ফের মানের গোল। এবার দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে জড়ান সেনেগালিজ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

Link copied!