ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। আড়াই বছরের এই চুক্তির ফলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হতে যাচ্ছেন সিআরসেভেন। তিনি বাৎসরিক ৭৫ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০২৫ সালের মৌসুম শেষ হওয়া পর্যন্ত ক্লাবটিতে থাকবেন। সৌদির ক্লাবটিতে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলতে দেখা যাবে তাকে।
আল নাসর এফসি তাদের অফিসিয়াল ইংরেজি ভাষার অ্যাকাউন্টে একটি টুইটার পোস্ট করে লিখেছে,″ইতিহাস তৈরি হচ্ছে। এই চুক্তি শুধু আমাদের ক্লাবকে আরও বেশি সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে তা নয়, বরং আমাদের লীগ, আমাদের জাতি এবং ভবিষ্যত প্রজন্ম, ছেলে ও মেয়েদের নিজেদের সেরা হতে অনুপ্রাণিত করবে৷ নতুন বাড়িতে ক্রিস্টিয়ানোকে স্বাগত জানাই।”
সৌদি ক্লাবটির মাধ্যমে রোনালদো জানিয়েছেন, "আমি একটি ভিন্ন দেশে নতুন ফুটবল লিগ উপভোগ করতে আগ্রহী।”
৩৭ বছর বয়সী পর্তুগাল দলের অধিনায়ক ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ঝামেলার কারণে বিশ্বকাপের মাঝেই ক্লাব ছাড়েন। তার কিছু বেফাঁস মন্তব্যে ম্যানইউ পর্তুগিজের ওপর ক্ষিপ্ত ছিল। চূড়ান্ত ফলাফল হিসেবে ক্লাব ছাড়তে হয় ফুটবলারকে।
রোনালদো পেশাদার ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ২০২২ সালের শেষ পর্যন্ত ক্যারিয়ারে মোট ৮১৯টি গোল করেছেন। তিনি স্প্যানিশ দল রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি গোল করেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, পর্তুগিজ জাতীয় দলের জন্য ১১৮টি এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের হয়ে ১০১টি গোল পেয়েছেন।