• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

হারের দায় বোলারদের দিলেন রোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০৭:৪১ পিএম
হারের দায় বোলারদের দিলেন রোহিত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে  ব্যাটিং করে ১৬৮ রানের সংগ্রহ গড়েছিল ভারত। খুব বড় না হলেও এই সংগ্রহ নিয়ে যে কোনো দলই লড়াই করতে চাইবে।

অথচ লড়াই তো দূরের কথা, ইংলিশ ওপেনারদের তোপে রীতিমতো বিধ্বস্ত হয়েছে টিম ইন্ডিয়া। জস বাটলার ও অ্যালেক্স হেলসের ব্যাটিং তোপে প্রথম পাওয়ার প্লেতে ইংলিশদের স্কোরবোর্ডে জমা হয়েছিল ৬৬ রান।

এরপর বাকি থাক ১০৩ রান করতে ইংল্যান্ড সময় নিয়েছে ঠিক ১০ ওভার। ১৬তম ওভারের শেষ বলে ছক্কা হাকিয়ে চার ওভার বাকি থাকতেই অবিশ্বাস্য জয় নিশ্চিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে নিজেদের তৃতীয় ফাইনালে উঠেছে তারা।

ম্যাচ শেষে হতাশায় ডুবে থাকা ভারতীয় অধিনায়কের কাঠগড়ায় বোলাররা। হারের জন্য ভুবনেশ্বর কুমার-মোহাম্মদ শামীদের উপরই দায় দিলেন তিনি।

রোহিত বলেন, “আমার মনে হয় ভালো ব্যাটিং করেছি কিন্তু মোটেও ভালো বোলিং করতে পারিনি। এটা তেমন কোনো উইকেট নয় যে, একটা দল ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারেই জিতে যাবে। ভুবি (ভুবনেশ্বর কুমার) প্রথম ওভারে সুইং করিয়েছে তবে সঠিক জায়গায় বোলিং করতে পারেনি।”

Link copied!