• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

এক ওভারেই জোড়া ক্যাচ ফেললেন নাসুম-সাকিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৩, ০৩:২৯ পিএম
এক ওভারেই জোড়া ক্যাচ ফেললেন নাসুম-সাকিব

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ফিল্ডিং করতে নেমেছে বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারে দুই ওপেনারকেই ফেরানোর সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা। সল্টের ক্যাচ ছেড়েছেন নাসুম আর জস বাটলারকে নতুন জীবন দিয়েছেন সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে নাসুম ও তাসকিনের করা প্রথম দুই ওভার থেকে ১৮ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড। তৃতীয় ওভারে এক চার হজম করলেও মাত্র পাঁচ রান দেন মোস্তাফিজুর রহমান।

টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বভাবসুলভ অতি আগ্রাসী ব্যাটিং করতে পারছিল না ইংল্যান্ড। তবে ইনিংসের পঞ্চম ওভারে মোস্তাফিজকে এক চার ও ছক্কা মেরে যেন সেটাই শুরু করতে চাইলো ইংলিশরা।

পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলেই জীবন পান ইংলিশ ওপেনার সল্ট। নিজের বলে নিজেই ক্যাচ ফেলেন নাসুম আহমেদ। একই ওভারে জস বাটলারকে নতুন জীবন দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। নাসুমের বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন বাটলার, কিন্তু সোজার উপরে উঠে গেলেও সহজ ক্যাচ ফেলে দেন সাকিব।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান যোগ হয়েছে ইংল্যান্ডের স্কোরবোর্ডে। ২৬ রান নিয়ে সল্ট ও ২০ রান নিয়ে ব্যাটিং করছেন বাটলার।

Link copied!