রাজশাহী চারঘাটে দিনে দুপুরে প্রকাশ্যে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এক স্কুলের ক্রিকেট ম্যাচ পণ্ড করেছে দুর্বৃত্তরা। এসময় খেলার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়।
শুক্রবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার বিকালে বিদ্যালয়টির মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের মাঠে তৈরি করা হয়েছিল মঞ্চ। সাজানো হয়েছিল চেয়ার। তবে তার আগেই স্কুল মাঠে ককটেল বিস্ফোরণ ঘটায় একদল দুর্বৃত্ত। পরে তারা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে পালিয়ে যায়।
ওসি বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সেখানকার অবস্থা স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।