• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

জিম্বাবুয়েকে ইনিংস ব‌্যবধানে হারিয়ে বদলা নিল বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫, ০৬:০৫ পিএম
জিম্বাবুয়েকে ইনিংস ব‌্যবধানে হারিয়ে বদলা নিল বাংলাদেশ

প্রথম টেস্ট খুব বাজেভাবে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। দ্বিতীয় টেস্টে ভালো করতে মরিয়া হয়েছিলেন শান্ত-মিরাজরা।

বুধবার (৩০ এপ্রিল) ব‌্যাট-বলে উজ্জ্বল পারফরম্যান্সে সিলেট টেস্টে হারের বদলা চট্টগ্রামে নিল বাংলাদেশ।

জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে ১১১ রানে অলআউট করেছে বাংলাদেশ। 

চট্টগ্রামে প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল জিম্বাবুয়ে। জবাবে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৪৪ রান করে। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১১১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ফলে ইনিংস এবং ১০৬ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

বড় লিড মাথায় নিয়ে ব্যাট করতে নেমে চাপেই যেন শেষ জিম্বাবুয়ের টপ অর্ডার! বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস ওপেন করেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৬ উইকেট পাওয়া এই বাঁহাতি স্পিনারেই নতুন বলে ভরসা রাখেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন তাইজুল।

Link copied!