• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

প্রথম দিনে বাংলাদেশ-ভারতের লড়াই সমানে সমান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০৫:০৫ পিএম
প্রথম দিনে বাংলাদেশ-ভারতের লড়াই সমানে সমান

দিনের প্রথম সেশনে ৩ উইকেট নিয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। শ্রেয়াস আইয়ার ও চেতেশ্বর পূজারার জুটি দিনের দ্বিতীয় সেশন নিয়েছিল ভারতের পক্ষে। তৃতীয় সেশনে আবারও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এতেই ৬ উইকেটে ২৭৬ রান তুলে দিন শেষ করেছে ভারত।

বুধবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। দিনের শুরুটা মোটেও ভালো ছিল না। ভারতের দুই ওপেনার শুভমান গিল ও লোকেশ রাহুল শুরুটা করেছিলেন দেখেশুনে। দলীয় ৪১ রানে শুভমান ফিরলে ভাঙে এই জুটি। শুভমানকে প্যাভিলিয়নের পথ দেখান স্পিনার তাইজুল ইসলাম। প্যাডেল সুইপ করতে গিয়ে ফেরেন শুভমান গিল।

রাহুলও খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি। খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে মাত্র ২২ রানেই ফেরেন তিনি। পরে স্ট্যাম্প টু স্ট্যাম্প বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন বিরাট কোহলি। মাত্র ১ রানে করে ফেরেন।

দ্বিতীয় সেশনে ভারতের হাল ধরেন ঋষভ পান্থ ও চেতেশ্বর পূজারা। দুইজনের ৭৩ বলে ৬৪ রানের জুটিতে এগিয়ে যায় ভারত। মধ্যাহ্ন বিরতির পর ঋষভ ফিরলে ভাঙে এই জুটি। ৪ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ।

পরে দ্বিতীয় সেশনে বাংলাদেশকে অস্বস্তিতে ফেলেন শ্রেয়াস আইয়ার ও চেতেশ্বর পূজারা জুটি। পান্থের বিদায়ের পর তারাই এগিয়ে নেন ভারতের রানের চাকা। চা বিরতির পরও তারাই ছিলেন বাংলাদেশের জন্য মাথা ব্যাথার কারণ। দুইজন মিলে ৩১৭ বলে ১৪৯ রানের জুটি গড়েন। ইবাদত হোসেনের অসাধারণ এক ডেলিভারিতে ৯০ রানে ফেরেন পূজারা। ওই বল স্ট্যাম্পে আঘাত করলেও বেল মাটিতে পড়েনি। বেল সামান্য অংশ সরে গিয়েছিল। তাতেই আউট হয়ে ফিরতে হয় পূজারাকে।

পরে অক্ষর প্যাটেলকে নিয়ে দিনের বাকি অংশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করেন আইয়ার। দিনের শেষ বলে অক্ষর প্যাটেল মেহেদি হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়লে ভাঙে এই জুটি।

এর আগে দুই দুইবার ক্যাচ ফেলে পূজারা ও আইয়ারকে জীবন দেন বাংলাদেশি ফিল্ডাররা। পূজারার ক্যাচ মিস করেন ইবাদত। আর আইয়ারের ক্যাচ বাউন্ডারি লাইনে ছেড়ে দেন মেহেদি হাসান মিরাজ।

Link copied!