• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭
আইসিসির বর্ষসেরা একাদশ

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের কেউ নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৫, ০৩:১৭ পিএম
বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের কেউ নেই
ছবি: প্রতীকী

শুক্রবার ওয়ানডে ক্রিকেটে বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। ২০২৪ সালে যারা ভাল খেলেছেন তাদের নিয়ে এই একাদশ গড়ে হয়েছে। তবে এই ক্রিকেটারদের তালিকায় নাম বাংলাদেশ,  ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কোনো ক্রিকেটারই।

বর্ষসেরা একাদশে শ্রীলঙ্কার চারজন ক্রিকেটার রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তান থেকে রয়েছেন তিন জন করে। একজন ওয়েস্ট ইন্ডিজের। বর্ষসেরা দলের অধিনায়ক শ্রীলঙ্কার চরিত আসালাঙ্কা। তিনি ১৬টি ম্যাচে ৬০৫ রান করেছেন। গড় ৫০.২। একটি শতরান এবং চারটি অর্ধশতরান রয়েছে। গত বছর ১৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে তারা। বাকি সব দেশের চেয়ে বেশি। ১২টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা।

পাকিস্তান ৯টি ওয়ানডে ম্যাচ খেলে সাতটি জিতেছে। আফগানিস্তান ১৪টি খেলে আটটি জিতেছে। ওয়েস্ট ইন্ডিজের একমাত্র ক্রিকেটার শেরফানে রাদারফোর্ড। এশিয়ার বাইরে তিনিই একমাত্র ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছেন।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: চরিত আসালাঙ্কা (অধিনায়ক), সাইম আয়ুব, রহমানুল্লাহ গুরবাজ, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, শেরফানে রাদারফোর্ড, আজমাতুল্লাহ ওমরজাই, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও আল্লা গজনফর।

Link copied!