• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২২, ০২:৩১ পিএম
পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড

২০২১ সালের আগস্টে পাকিস্তান সফর শুরুর আগের দিন হঠাৎই নিরাপত্তা অজুহাতে সিরিজ স্থগিত করে নিউজিল্যান্ড। সেবার নিরাপত্তা অজুহাতে পাকিস্তান ছেড়ে যাওয়া নিউজিল্যান্ড দল দুই দফায় পাকিস্তান সফর করবে। বিষয়টি আগেই নিশ্চিত হয়েছিল। এবার সফরের সিরিজ সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি বছরের ডিসেম্বরে প্রথম দফায় পাকিস্তান সফর করবে নিউজিল্যান্ড দল। এই সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে দু’দল। সফরের অনুষ্ঠেয় টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর ওয়ানডে সিরিজটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ হওয়া দুই টেস্টের ভেন্যু করাচি ও মুলতান। ১৯৯০ সালের পর প্রথমবারের মতো করাচিতে খেলতে নামবে নিউজিল্যান্ড।

প্রথম দফায় পাঁচ ম্যাচ খেলার পর দ্বিতীয় দফায় ২০২৩ সালের এপ্রিল-মে’তে ১০ টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তান। দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে ৫ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল।

প্রথম দফায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর সূচি

টেস্ট সিরিজ-
১ম টেস্ট: ২৭-৩১ ডিসেম্বর, ২০২২
২য় টেস্ট: ৪-৮ জানুয়ারি, ২০২৩

ওয়ানডে সিরিজ-
১ম ওয়ানডে: ১১ জানুয়ারি, ২০২৩
২য় ওয়ানডে: ১৩ জানুয়ারি, ২০২৩
৩য় ওয়ানডে: ১৫ জানুয়ারি

দ্বিতীয় দফায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর সূচি

টি-টোয়েন্টি সিরিজ-
১ম টি-টোয়েন্টি: ১৩ এপ্রিল
২য় টি-টোয়েন্টি: ১৫ এপ্রিল
৩য় টি-টোয়েন্টি: ১৬ এপ্রিল
৪র্থ টি-টোয়েন্টি: ১৯ এপ্রিল
৫ম টি-টোয়েন্টি: ২৩ এপ্রিল

ওয়ানডে সিরিজ
১ম ওয়ানডে: ২৬ এপ্রিল
২য় ওয়ানডে: ২৮ এপ্রিল
৩য় ওয়ানডে: ১ মে
৪র্থ ওয়ানডে: ৪ মে
৫ম ওয়ানডে: ৭ মে

Link copied!