• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বাংলা নববর্ষে ক্রিকেটারদের শুভেচ্ছা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩, ১১:২৫ এএম
বাংলা নববর্ষে ক্রিকেটারদের শুভেচ্ছা
ছবি: লিটন কুমার দাসের ফেসবুক পেজ

বাংলা নববর্ষের প্রথম দিন আজ।  সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বাংলা নববর্ষের প্রথম মাস বৈশাখের প্রথম দিন। ঐতিহ্যবাহী রমনার বটমূলে আহির ভৈরব সুরে সারেঙ্গি বাদনের ভেতর দিয়ে  শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩০-এর অনুষ্ঠান।

বাঙালী জাতির অন্যতম আনন্দের দিন আজ। জাতীয় দলের ক্রিকেটাররাও মজেছেন বৈশাখের আনন্দে। যদিও কেউ শোভাযাত্রা বা রমনার অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, কারণ যে যার খেলায় ব্যস্ত।

তবে তাতে থেমে থাকেনি তাদের বৈশাখ আনন্দ। ফেসবুকে একাধিক ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন বাংলা নববর্ষের। জাতীয় দলের অন্যতম সেরা ক্রিকেটার লিটন দাস আইপিএল খেলতে এখন ভারত রয়েছেন।

সেখান থেকেই ফেসবুকে শুভেচ্ছা জানান তিনি। লিটন লিখেন, “আশা করি অতীতের সব গ্লানি মুছে দিয়ে নতুন বাংলা বছর আপনার জীবনে নতুন দিগন্ত বয়ে আনবে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।”

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেন, “সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।” সৌম্য সরকার লিখেন, “চির নতুন রে দিলো ডাক, এসো হে বৈশাখ। বাংলা নববর্ষের শুভেচ্ছা।” মুশফিক লিখেন, “সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা।” 

Link copied!