• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

আরেকবার পার্পল ক্যাপ পেতে পারেন মোস্তাফিজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০৪:৩৮ পিএম
আরেকবার পার্পল ক্যাপ পেতে পারেন মোস্তাফিজ
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আট বছর আগে ২০১৬ সালে প্রথমবার ভারতের আইপিএলে খেলতে গিয়ে ১৬ উইকেট নিয়ে দারুন চমক দেখিয়েছিলেন বাংলাদেশের কৃতি পেসার মোস্তাফিজুর রহমান। এবারও মোস্তাফিজ সেই ফর্মে রয়েছেন বললে ভুল বলা হবে না। ভালোভাবেই রয়েছেন পার্পল ক্যাপের লড়াইয়ে। কিন্তু জাতীয় দলে যোগ দিতে হচ্ছে বলে শেষ পর্যন্ত তার ওই লড়াইয়ে থাকা হবে না।

সামনেই বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সিরিজ। দেশের মাটিতে টি–টোয়েন্টি সিরিজ খেলতে অচিরেই ফিরে আসবেন ঢাকায়। তবে ফেরার আগে আরেকবার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারির স্মারক পার্পল ক্যাপ বা বেগুনি টুপি মাথায় তোলার সুযোগ আছে বাঁহাতি পেসারের সামনে। যিনি এবার প্রথম দিকে ক্যাপটি নিজের দখলে রেখেছিলেন।

৬ ম্যাচে ১১ উইকেট তুলে মোস্তাফিজই এখন চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেটশিকারি। মঙ্গলবার চেন্নাই খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। ম্যাচটি হবে চেন্নাইয়ের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে।

পার্পল ক্যাপটি এখন ভারতের যশপ্রীত বুমরার কাছে। মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসার ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। এক ম্যাচ বেশি খেলে ১৩ উইকেটও পাঞ্জাব কিংসের হারশিত প্যাটেলের। ১২টি করে উইকেট আছে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল ও মুম্বাইয়ের জেরাল্ড কোয়েৎজির।

মোস্তাফিজের অনুকূলে আছে ভেন্যুটি। চিপকের যে মাঠে লখনৌর বিপক্ষে ম্যাচ, সেখানেই এ বছর সবচেয়ে সফল তিনি। এখন পর্যন্ত চেন্নাইয়ের মাঠে ৩ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে ১ মে পর্যন্ত ছুটি দিয়েছে আইপিএলে খেলতে। এই সময়ের মধ্যে চেন্নাইয়ের আরও ম্যাচ আছে ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ এবং ১ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে।

মোস্তাফিজ আইপিএল ছাড়া পর্যন্ত আরও উইকেট লাভ করুক, সেটা চায় বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।  

Link copied!