শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল। সেলেসাওদের বিপক্ষে ম্যাচের পুরো সময়েই ছন্নছাড়া ফুটবল খেলেছেন কোরিয়ান ফুটবলাররা। ব্রাজিলের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে লজ্জার পরাজয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ বেন্তো।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলেনে পদত্যাগের ঘোষণা দেন এই পর্তুগিজ। তবে এ বিষয়ে চলতি বছরের সেপ্টেম্বরেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন বলেও জানান তিনি।
বেন্তো বলেন, “ সেপ্টেম্বরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি গত চার বছরে দলের পারফরম্যান্সে খুশি। গ্রুপ পর্বে আমরা ভালো খেলেছি। সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং কোরিয়ার কোচ হিসেবে আমি গর্বিত। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।”
২০১৮ সালে দক্ষিণ কোরিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন বেন্তো। গত দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার তার অধীনে নকআউট পর্বে উঠেছিল কোরিয়া।
তবে আপাতত নতুন ঠিকানা নির্ধারণ হয়নি বেন্তোর। কিছুদিন বিশ্রাম নিয়ে তারপর এসব নিয়ে ভাবতে চান তিনি।
“ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তবে কোরিয়ার সঙ্গে থাকছি না, সেটা নিশ্চিত। কিছুদিন বিশ্রাম নেব, তারপর দেখা যাক” যোগ করেন বোন্তে।