• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ওপরে উঠলেন কোহলি, নিচে নামলেন রোহিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৭:০১ পিএম
ওপরে উঠলেন কোহলি, নিচে নামলেন রোহিত
রোহিত শর্মা ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে স্বাগতিক দল ভারত। ঘরের মাঠে সেই সিরিজ়ের ২২ দিন আগে টেস্টে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দেশটির বড় তারকাদের অবস্থানে পরিবর্তন আসলো। উপরে উঠলেন বিরাট কোহলি। তালিকায় নিচে নামলেন রোহিত শর্মা। প্রথম দশে রয়েছেন যশস্বী জয়সওয়াল।

বুধবার যে নতুন র‌্যাঙ্কিং তালিকা প্রকাশিত হয়েছে সেখানে ১০ নম্বর থেকে আট নম্বরে উঠেছেন বিরাট। তার রেটিং ৭৩৭। রোহিত নেমেছেন ষষ্ঠ স্থানে। ভারত অধিনায়কের রেটিং ৭৫১। তাদের দু’জনের মধ্যে রয়েছেন যশস্বী। ভারতীয় ওপেনারের রেটিং ৭৪০। প্রথম দশে এই তিন জন ভারতীয় রয়েছেন। দীর্ঘ দিন টেস্ট খেলেনি ভারতীয় দল। তার পরও ক্রমতালিকায় জায়গা ধরে রয়েছেন তিন ব্যাটার।

টেস্টের র‌্যাঙ্কিং তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে রয়েছেন উইলিয়ামসনের সতীর্থ ড্যারিল মিচেল। চার নম্বরে ইংল্যান্ডের হ্যারি ব্রুক। পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। প্রথম দশে থাকা বাকি দুই ক্রিকেটার হলেন পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার উসমান খাজা। বাবর নবম ও খাজা দশম স্থানে রয়েছেন।

টেস্টে বোলারদের র‌্যাঙ্কিং তালিকায় প্রথম দশে ভারতের দু’জন রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন যশপ্রীত বুমরাহ। সাত নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় প্রথম দু’জনই ভারতীয়। শীর্ষে রয়েছেন জাদেজা। দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

Link copied!