• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

বৃষ্টিতে ভেসে গেল কলম্বো টেস্টের দ্বিতীয় দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৬:৫০ পিএম
বৃষ্টিতে ভেসে গেল কলম্বো টেস্টের দ্বিতীয় দিন
ছবি: ক্রিকইনফো

বৃষ্টির কবলে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় দিনে মাত্র ১০ ওভার খেলা হয়েছে। ২ উইকেটে ১৪৫ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৭৮ রান হতেই নামে বৃষ্টি।

এরপর আর মাঠে গড়ায়নি খেলা। দিন শেষে পাকিস্তানের লিড ১২ রানের। ৭৪ রানে দিন শুরু করে ৮৭ রানে অপরাজিত আছেন ওপেনার আবদুল্লাহ শফিক। আগের দিন ৮ রানে অপরাজিত অধিনায়ক বাবর আজমের রান এখন ২৮।

সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দুই ব্যাটসম্যান মঙ্গলবার দিনের শুরুটা করেন দেখেশুনে। টানা ১৭টি ডট বল করেন প্রবাথ জয়াসুরিয়া। পরে বাঁহাতি এই স্পিনারকে ছক্কা মারেন বাবর। পেসার আসিথা ফার্নান্দোকে একই ওভারে তিনি মারেন দুটি চার।

আসিথার পরের ওভারে তিন বল হতেই বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাঠ আর খেলার উপযুক্ত ছিল না। বিকেল সোয়া তিনটার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

এরআগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে করে ১৬৬ রান।

Link copied!