• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

চোটাক্রান্ত লুকাকু আছেন বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াডে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ১০:৫১ পিএম
চোটাক্রান্ত লুকাকু আছেন বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াডে

দিন কয়েক আগে বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ ইঙ্গিত দিয়েছিলেন চোটের কারণে বাদ পড়তে পারেন রোমেলু লুকাকু। চূড়ান্ত স্কোয়াডে অবশ্য লুকাকুর জায়গা হয়েছে। চোটে থাকার পরও তাকে নিয়েই কাতারের বিমানে চড়বে দল।

চেলসি থেকে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরির সাথে লড়াই করছিলেন এই স্ট্রাইকার। দলটির হয়ে খেলেছিলেন মাত্র চার ম্যাচ। তাতে বিশ্বকাপে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। শেষ পর্যন্ত ওই অনিশ্চয়তা কাটিয়ে কাতারের বিমানে ওঠার টিকিট পেয়েছেন তিনি।

২০ নভেম্বর থেকে শুরু হওয়া বিশ্বকাপে বেলজিয়াম প্রথম ম্যাচ খেলবে কানাডার বিপক্ষে। ২৩ নভেম্বর মুখোমুখি হবে দুই দল। বাকি দুই ম্যাচে মরক্কো ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে যথাক্রমে ২৭ নভেম্বর ও ১ ডিসেম্বর।

বেলজিয়াম স্কোয়াড

গোলরক্ষক- থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সিমন মিগনোলেট (ক্লাব ব্রুগে), কোয়েন ক্যাসেলস (উলভসবার্গ)।

ডিফেন্ডার- ইয়ান ভেরটোঘেন (আন্ডারলেখট), টবি আল্ডাউয়ারেল্ড (অ্যান্টরাপ), লেন্ডার ডেনডোঙ্কার (অ্যাস্টন ভিলা), ওয়ট ফেস (লেস্টার সিটি), আর্থুর থিয়েট (রেনে), জেনো ডেবাস্ট (আন্ডারলেখট), ইয়ানিক ক্যারাসকো (অ্যাথলেটিকো মাদ্রিদ), থমাস মুনিয়ের (বরুসিয়া ডর্টমুন্ড), টিমোথি ক্যাস্টাগনি (লেস্টার সিটি), থোরগান হ্যাজার্ড (বরুসিয়া ডর্টমুন্ড)।

মিডফিল্ডার- কেভিন ডি ব্রুইনি (ম্যানচেস্টার সিটি), ইয়োরি টাইলেমান্স (লেস্টার সিটি), আন্দ্রে ওনানা (এভারটন), অ্যাক্সেল উইটসেল (অ্যাথলেটিকো মাদ্রিদ), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুগে)।

ফরোয়ার্ড- ইডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ), চার্লস ডি কেটেলারে (এসি মিলান), লিয়ান্দ্রো ট্রোসসার্ড (ব্রাইটন), ড্রাইস মার্টেনস (গ্যালতাসারেই), জেরেম ডকু (রেনে), রোমেলু লুকাকু (ইন্টার মিলান), মিচি ব্যাটশুয়াই (ফেনারবাখ), লুইস ওপেন্দা (লেন্স)।

Link copied!