আগের দিনে ৭ রানে দিন শেষ করা বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই হারায় প্রথম উইকেট। প্যাভিলিয়নে ফেরেন নাজমুল হোসেন শান্ত। পরে জাকির হাসান ও লিটন দাসের ফিফটিতে ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ৪৫ রানে দিন শেষ করেছে ভারত। ৪৫ রান তুলতেই সফরকারীরা হারিয়েছে ৪ উইকেট।
জাকির হাসান ও লিটনের ফিফটির পর বাংলাদেশের রান বাড়াতে বড় ভূমিকা রেখেছিলেন তাসকিন আহমেদ ও নুরুল হাসান সোহান। দুইজনের ব্যাট থেকেই আসে ৩১ রান করে। ভারতের হয়ে ৩ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। দুইটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।
১৪৫ রানের জুটিতে মাঠে নেমে ৪৫ রানে দিন শেষ করে ভারত। এই ৪৫ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। স্বাগতিকদের হয়ে তিনটি উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ।
ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল ২ রানে ফেরেন। এছাড়া শুভমান গিল ও চেতেশ্বর পূজারাও ফেরেন দ্রুতই। তাদের ব্যাট থেকে আসে যথাক্রমে ৭ ও ৬ রান। দলের সেরা ব্যাটার বিরাট কোহলি ফেরেন ১ রান করেই।
তৃতীয় দিন শেষে দুই নাইটওয়াচম্যান অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাদ ক্রিজে আছেন। চতুর্থ দিন শুরু করবেন এই দুই ব্যাটার।