• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে ভারত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ০৭:৩৩ পিএম
পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে ভারত

চলতি বছরের ১ ডিসেম্বর তিনটি ওয়ানডে ও দুইটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় দল। এই সফরকে সামনে রেখে পূর্ণ শক্তি টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার (৩১ অক্টোবর) রোহিত শর্মাকে অধিনায়ক করে এই সফরের স্কোয়াড ঘোষণা করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই নিউজিল্যান্ড সফর করবে ভারতীয় দল। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দু’দল। বিশ্বকাপের পর পরই ওই সিরিজ হওয়ায় সেখানে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সব ক্রিকেটারকেই দেওয়া হচ্ছে বিশ্রাম। নিউজিল্যান্ড সফরে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হলেও বাংলাদেশ সফরে থাকছেন তারা সবাই।

বাংলাদেশ সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ইনজুরি রকারণে বিশ্বকাপ মিস করেছিলেন তিনি। সেই ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই ক্রিকেটার।

টেস্ট দলে আর বলার মতো কোনো পরিবর্তন নেই ভারতীয় স্কোয়াডে। ঋষভ পান্থের বিকল্প হিসেবে কেএস ভরতকে নিয়ে আসবে ভারত। দীর্ঘদিন পর ফিরবেন পেসার উমেশ যাদব। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছিলেন তিনি। স্পিন আক্রমণ শক্তিশালী করতে কুলদ্বীপ যাদবকেও দলে রেখেছে বিসিসিআইয়ের নির্বাচকরা। ২০২১ সালে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি।

এদিকে বাংলাদেশ সফরের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন যশ দয়াল। সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্মেন্সের জেরে ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী এই পেসার। এছাড়াও আছেন শিখর ধাওয়ান, মোহাম্মদ শামির মতো অভিজ্ঞরাও।

যশ দয়ালের মতো বাংলাদেশ সফরে ভারতীয় দলের জার্সি উঠতে পারে রজত পাতিদার ও রাহুল ত্রিপাঠীর গায়ে। বাংলাদেশ সফরে ভারত তাদের সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে আনবে না। টেস্ট দল পূর্ণ শক্তির হলেও ওয়ানডে দলে তরুণ ও অভিজ্ঞতার মিশেল রেখেছে বিসিসিআই।

টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

ওয়ানডে স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পান্থ, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

Link copied!