ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যে দুই উইকেট হারিয়েছে টাইগাররা। ব্যাটাররা রানের গতি সচল রাখতেই যেন হিমশিম খাচ্ছেন।
প্রথম দুই ওভারে ১৫ রান করলেও তৃতীয় ওভারে লিটন দাসকে হারিয়েছে স্বাগতিকরা। । স্যাম কারেনকে পুল করতে গিয়ে স্কয়ার লেগে সল্টের হাতে ধরা পড়েন লিটন। প্রথম তিন ওভারে এক উইকেট হারিয়ে টাইগারদের স্কোরবোর্ডে জমা হয় ১৭ রান।
চতুর্থ ওভার করতে আসার জোফরা আর্চারের ওভার থেকে আসে মাত্র চার রান। নাজমুল হোসেন শান্ত ও রনি তালুকদার ইংলিশ পেসারদের সামলাতে বেশ হিমশিম খাচ্ছিলেন।
পাওয়ার প্লের শেষ ওভারে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। ফিরে যান আরেক ওপেনার রনি। ব্যক্তিগত ৯ রানে শেষ হয় তার অস্বস্তিকর ইনিংস। মাত্র ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই চাপে পড়েছে বাংলাদেশ।
পাওয়ার প্লের শেষ ওভারে আসে মাত্র চার রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয় ওভারে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২ রান।