• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬
কাতার বিশ্বকাপ

ব্রাজিল হারলে সেটা বিড়ালের অভিশাপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ০৯:৫৩ পিএম
ব্রাজিল হারলে সেটা বিড়ালের অভিশাপ
ছবিঃ সংগ্রহীত

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসেছিলেন ভিনিশিয়াস জুনিয়র। সংবাদ সম্মেলনে কথা বলার মাঝখানে আচমকাই একটি বিড়ালকে দেখা যায় ভিনিশিয়াসের সামনে আয়েশ করে বসে পড়তে।

সামনে বিড়াল দেখে একটু অস্বস্তিই বোধ করছিলেন ভিনিশিয়ার। তার অস্বস্তি দেখে ব্রাজিলের মিডিয়া ম্যানেজার বিড়ালটির ঘাড় ধরে নীচে ফেলে দেন। প্রথমে বিড়ালকে নিয়েই সবাই মেতে ছিল।

কিন্তু ব্রাজিলের মিডিয়া ম্যানেজার বিড়ালটিকে যেভাবে  ফেলে দিয়েছিলেন তা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

টুইটারে ফারাহ নামের একজন লিখেছেন, বিড়ালের প্রতি ব্রাজিল দলের এই সদস্য (মিডিয়া ম্যানেজার) যে আচরণ করেছে তাতে তারা বিশ্বকাপ না জিতলে এটাই হবে আসল কারণ। আরেকজন লিখেছেন বিড়ালের মতো অবলা প্রাণীর প্রতি এমন আচরণের তীব্র নিন্দা জানাই।

তবে তাদের একধাপ ছাড়িয়ে গিয়েছে যুক্তরাষ্ট্রের ফুটবল বিষয়ক ম্যাগাজিন। তাদের দাবি, ব্রাজিল হারলে বুঝতে হবে এই বিড়ালের অভিশাপেই হেরেছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল।

Link copied!