• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

দুঃসময়ের ৪ বছর পর ক্লাব ছাড়ছেন হ্যাজার্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ০১:৩৯ পিএম
দুঃসময়ের ৪ বছর পর ক্লাব ছাড়ছেন হ্যাজার্ড

রিয়াল মাদ্রিদে চার বছর বেশ অসময়ই ছিল ইডেন হ্যাজার্ডের। ইনজুরির কারণে বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে, ছিলেন না ফিট। কাঙ্ক্ষিত ফর্ম খুঁজে পাননি। সবমিলিয়ে ব্যর্থ বেলজিয়ান তারকা এবার মাদ্রিদ ছাড়ছেন।

৩২ বছর বয়সী হ্যাজার্ড ২০১৯ সালে চেলসি থেকে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার চুক্তিতে মাদ্রিদে আসেন। স্প্যানিশ ক্লাবে আসার সময় হ্যাজার্ডের সাথে পাঁচ বছরের চুক্তি করে রিয়াল মাদ্রিদ। চুক্তির আরও এক বছর বাকি ছিল। বেলজিয়াম ফরোয়ার্ড শুরু থেকেই ইনজুরির কারণে জর্জরিত হয়েছিলেন। তিনি খুব কম ম্যাচই ৯০ মিনিট খেলেছেন। খেলার সময় নিয়ে বিতর্ক থেকে ছিটকে পড়েছিলেন মাঠের বাইরে।

এক বছর বাকি থাকলেও খেলোয়াড় ও ক্লাব সমঝোতায় পৌঁছে চুক্তি ভেঙে দিয়েছে।  মাদ্রিদ একটি বিবৃতিতে বলেছে যে, তারা হ্যাজার্ডের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে যার ফলে খেলোয়াড় ৩০ জুন ২০২৩ তারিখে ক্লাব ছেড়ে যাবে। তবে হ্যাজার্ড অন্য ক্লাবে যাবেন কী না তা উল্লেখ করেনি মাদ্রিদ।

এদিকে, ২৭ বছর বয়সী অ্যাসেনসিও‍‍`র সাথেও ক্লাবের একটি চুক্তি ছিল যা এই মাসে শেষ হয়ে গেছে। ক্লাবটি যোগ করেছে যে এই স্ট্রাইকার মারিয়ানোও চলে যাচ্ছেন।

Link copied!