• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

গুরবাজের শতক, নতুন রেকর্ড আফগানিস্তানের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৩, ০৪:১৩ পিএম
গুরবাজের শতক, নতুন রেকর্ড আফগানিস্তানের

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে গুরবাজের শতকে ওপেনিং জুটিতে রেকর্ড গড়লেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। আফগান ওপেনার গুরবাজ পেয়েছেন ওয়েনডে ক্যারিয়ারের চতুর্থ শতক।

সিরিজ জয়ের মিশনে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে আফগানিস্তান। ব্যাটিংয়ে নেমে রীতিমতো নাস্তানাবুদ করছেন বাংলাদেশের বোলারদের। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাত্তাই পাচ্ছেন না মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও এবাদত হোসেনরা। সজোরে পেসারদের ওপর ব্যাট চালাচ্ছেন আফগানদের দুই ওপেনার ইব্রাহীম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ।

এর আগে সাকিবকে চার–ছক্কায় ডুবিয়ে ফিফটি তুলে নিয়েছেন গুরবাজ। ১৩তম ওভারে সাকিবের বলে পরপর সুইপ করে চার ও মিড উইকেটে ছক্কা হাঁকিয়ে ৫০ পূর্ণ করেন গুরবাজ। ৪৯ বলে ৫০ রানে ব্যাট করছেন এই ওপেনার। এরপর ১০০ বলে শতক তুলে নেন আফগান এই ব্যাটার।

বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও সেলিম সাফি।
 

Link copied!