• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন গোঙ্গাদি তৃষা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০১:২৯ পিএম
ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন গোঙ্গাদি তৃষা
গোঙ্গাদি তৃষা। ছবি: সংগৃহীত

যে কোনো প্রথমই রেকর্ড। নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন ভারতের গোঙ্গাদি তৃষা। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম শতরান করলেন এই ওপেনিং ব্যাটার। তার ৫৯ বলে ১১০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সুপার সিক্স পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেল ভারত।

প্রথমে ব্যাট করে ১ উইকেটে ২০৮ রান তোলে ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দল। জবাবে ১৪ ওভারে ৫৮ রানে শেষ হয়ে যায় স্কটল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। ১৫০ রানে জয় পায় ভারতীয় দল। বল হাতেও ভাল পারফর্ম করেছেন তৃষা। তিনি ৬ রানে ৩ উইকেট নিয়েছেন। ভাল বল করেছেন আরও দুই ভারতীয় বোলার। ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন আয়ুষী শুক্ল। ৫ রানে ৩ উইকেট বৈষ্ণবী শর্মার। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তৃষা।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন স্কটল্যান্ডের অধিনায়ক নিয়াম মুইর। তৃষা এবং জি কমলিনী আগ্রাসী মেজাজে শুরু করেন। তাদের প্রথম উইকেটের জুটিতে ১৩.৩ ওভারে ওঠে ১৪৭ রান। কমলিনীর ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৫১ রান। ৯টি চার মেরেছেন তিনি। তৃষার ৫৯ বলের ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ৪টি ছক্কা। শেষ পর্যন্ত তার সঙ্গে ২২ গজে ছিলেন সনিকা চলকে। তিনি ৫টি চারের সাহায্যে ২০ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

তৃষার ১১০ রানের অপরাজিত ইনিংস নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রানও। তিনি ভাঙলেন ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভান্সের রেকর্ড। তিনি ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৯৩ রান করেছিলেন। এর আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তৃষা নজর কেড়েছিলেন। পাঁচ ম্যাচে ১৫৯ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন।

হায়দরাবাদের ১৯ বছরের তৃষা ওপেনিং ব্যাটারের পাশাপাশি ভাল লেগ স্পিনারও। হায়দরাবাদ ও দক্ষিণাঞ্চলের হয়ে ভাল পারফরম্যান্সের জন্য ভারতীয় দলে সুযোগ পান তিনি। দেশের জার্সি গায়েও হতাশ করেননি।

Link copied!